'আপনার পুলিশ আপনার পাশে, তথ্য দিন, সেবা নিন' প্রতিপাদ্যে ভোলার লালমোহনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
লালমোহন থানার আয়োজনে শনিবার দুপুরে লালমোহন থানার কমপ্লেক্স ভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাকসুদুর রহমান মুরাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, লালমোহন অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) জহুরুল ইসলাম হাওলাদার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন।
অনুষ্ঠানে থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, কিশোর গ্যাংসহ নানা অপরাধ নির্মূলে পুলিশের সহযোগিতা চেয়ে বক্তব্য রাখেন স্থানীয় ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ব্যক্তিবর্গরা ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,লালমোহন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মালেক,বদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদ উল্লাহ মেলকার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জসিম জনিসহ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ব্যক্তিবর্গরা।