× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সীতাকুণ্ডে দলবদ্ধভাবে এক নারীকে ধর্ষণ

সীতাকুণ্ড প্রতিনিধি

৩০ জুলাই ২০২২, ০৫:১১ এএম

এবার চট্টগ্রামের সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে নিজ বসতঘরে দলবদ্ধ ধর্র্ষনের শিকার হয়েছেন এক নারী।

গত শুক্রবার সীতাকুণ্ড থানায় পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করেছেন ওই ভুক্তভোগী নারী।

মামলায় দুইজনকে ধর্ষণকারী ও অপর তিনজনকে ধর্ষণের সহায়তা কারী হিসেবে উল্লেখ করেছেন ভুক্তভোগী নারী।

পুলিশ ওই ভুক্তভোগী নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।

পুলিশ সূত্র জানায়, গত বৃহস্পতিবার মধ্যরাতে ওই নারীর ঘরে হানা দেয় পাঁচ যুবক। তাদের দুইজন ধর্ষণের সঙ্গে সরাসরি জড়িত আর বাকি তিনজন ধর্ষণকারীদের সহায়তা করেছিল। গত শুক্রবার  ওই নারী সীতাকুণ্ড থানায় এসে ওই পাঁচ যুবককে আসামী করে মামলা দায়ের করেন।সীতাকুণ্ড সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল করিম বলেন, এক নারী তাকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তার স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সীতাকুণ্ড মডেল থানা ওসি তদন্ত সুমন বণিক জানান, ৫ আসামী মধ্যে সাদ্দাম ও জাহেদ  কে গ্রেফতার করেছেন বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।



Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.