× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বঙ্গোপসাগরে ২৬টি মাছ ধরার ট্রলারে ডাকাতি

পটুয়াখালী প্রতিনিধি

৩০ জুলাই ২০২২, ০৬:১৬ এএম

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোসাগরের সোনারচর নামক স্থানে  ২৬ টি মাছধরা ট্রলারে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ৯ জেলেসহ এফবি ভাই ভাই নামের একটি ট্রলার ডুবিয়ে দিয়েছে ডাকাতদল।


বৃহস্পতিবার রাত আটটার দিকে সোনাচর সংলগ্ন গভীর সাগরের ছয়বামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছে মহিপুর মৎস্য আড়তদার মালিক সমিতির সাধারন সম্পাদক রাজু আহমেদ রাজা।

ডুবিয়ে দেয়া ট্রলারের ৯ জেলেকে উদ্ধার করে। গতকাল রাতে মৎস্য বন্দরে নিয়ে এসেছে মা বাবার দোয়া নামের অপর একটি ট্রলার।

ডুবিয়ে দেয়া ট্রলার ও ডাকাতির শিকার হওয়া জেলেরা জানান, ২২ থেকে ২৩ সদস্যের একটি ডাকাতদল দেশীয় অস্ত্র নিয়ে আমাদের হামলা চালিয়ে ট্রলারের মাছ সহ সকল মালামাল ছিনিয়ে নিয়ে যায় এবং আমাদের ট্রলারটি ডুবিয়ে দিয়ে যায়। এসময় তারা আর বেশ কয়েকটি ট্রলারে ডাকাতি করে।পরে রাত দশটার দিকে সাগর থেকে মা বাবার দোয়া নামের ট্রলারটি আমাদের উদ্ধার করে। 

পটুয়াখালী পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ জানান, বিষয়টি আমরা খোজ খবর নিয়ে দেখছি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.