× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চাঁপাইনবাবগঞ্জে ফেন্সিডিল সহ গ্রেপ্তার ২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

৩০ জুলাই ২০২২, ০৮:৩৮ এএম

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাব-৫ রাজশাহীর একটি অপারেশন দল অভিযান চালিয়ে ১০৫ বোতল ফেন্সিডিল সহ ২ জনকে গ্রেপ্তার করেছে। 

শনিবার (৩০ জুলাই) দুপুর ২.৩০ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ফুলতলা মোড়ের পশ্চিম পাশে র্পাঁকা রাস্তার নীচে কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম এর নেতৃত্বে অভিযান চালিয়ে ১০৫ বোতল ফেন্সিডিল, ৩টি মোবাইল ফোন এবং ৪টি সীমকার্ড সহ মোঃ মাসুদ রানা (৩২), মোঃ মিঠুন (২৬) নামে ২ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা মাসুদ রানা ও মিঠুন পিতা যথাক্রমে মৃত বাবলু মিয়া ও পিতা-মৃত ফরিজ উদ্দিন উভয় সাং-আজমতপুর মন্ডল পাড়া, ডাকঘর-আজমতপুর মুন্নাটোলা, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জদ্বয়কে হাতেনাতে গ্রেফতার করে।
জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল অবৈধভাবে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে তাদের নিজ হেফাজতে রাখতেন মর্মে সাক্ষীদের সম্মুখে অকপটে স্বীকার করে।
উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.