× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত

মতলব (চাঁদপুর) প্রতিনিধি

৩০ জুলাই ২০২২, ১০:০৩ এএম

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৩০ জুলাই শিক্ষার মানোন্নয়ন, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ মা সমাবেশ অনুষ্ঠিত হয়।

মা সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা হক। সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি কাউন্সিলর সারোয়ার সরকার লিখন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহিম খান, থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ হারুনুর রশিদ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অভিভাবক প্রতিনিধি সদস্য আল মহসিন প্রধান, মিরান হোসেন মিয়াজী, নাজমুল হোসেন, ইকবাল হোসেন সরকার, অভিভাবক নাজমা বেগম, মরিয়ম আক্তার। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মু. কবির হোসেন। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা হক বলেন, মেয়েদের সামাজিক নিরাপত্তার জন্য মায়েদের ভূমিকা অনেক বেশি। তাই বাবাদের পাশাপাশি মায়েদের ভূমিকা বেশি রাখতে হবে। বাল্যবিয়ের কুফল, যৌতুক, ইভটিজিংসহ সকল বিষয়ে তিনি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.