ঝিনাইদহের মহেশপুর উপজেলার খালিশপুর বাসষ্ট্যান্ড থেকে ৫টি স্বর্ণের বারসহ রবিউল হোসেন (৬০) নামের এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি।
রোববার সকালে খালিশপুর বাজারে একটি যাত্রীবাহি বাসে তল্লাশি করে রবিউল ইসলাম নামের ওই যাত্রীর কাছ থেকে স্বর্ণ উদ্ধার করা হয়। আটককৃত রবিউল উপজেলার গুড়দাহ গ্রামের মোকছেদ আলীর ছেলে। ৫৮বিজিবির অতিরিক্ত পরিচালক তসলিম মো: তারেক জানান, গোপন সংবাদের ভিত্তিতে খালিশপুর থেকে জীবননগরগামী হাজী ডিলাক্স নামের একটি যাত্রী বাহি বাসে অভিযান চালানো হয়। এ সময় রবিউল হোসেন কে তল্লাশি করে ৫টি স্বর্ণের বার জব্দ করা হয়। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করে আসামীকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।