× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

তেঁতুলিয়ায় কম দামে চা পাতা ক্রয় করায় দুই কারখানাকে জরিমানা

পঞ্চগড় প্রতিনিধি

০১ আগস্ট ২০২২, ০২:১০ এএম

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় কাঁচা চা পাতা মূল্য নির্ধারণ কমিটি" কর্তৃক  সর্বশেষ ধার্যকৃত মূল্যের চেয়ে কম মূল্যে কৃষকদের নিকট থেকে চা পাতা ক্রয় ও অস্বাস্থ্যকর পরিবেশে চা প্রক্রিয়াজাতকরণ করায় দায়ে দুই চা কারখানাকে ৩৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত৷ 

রোববার (৩১ জুলাই) বিকেলে তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নে ফাবিহা টি কোম্পানী ও গ্রীন কেয়ার এগ্রো লিমিটেডক মোট ৩৫ হাজার টাকা ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ জরিমানা করেন তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহাগ চন্দ্র সাহা। 

জানা যায়, প্রতিদিনের অভিযানের অংশ হিসাবে জেলার তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নে ফাবিহা টি কোম্পানী ও গ্রীন কেয়ার এগ্রো লিমিটেড চা কারখানায় অভিযান পরিচালনা করেন তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা। পরে অভিযান চলাকালীন সময়ে কৃষকদের কাছে কম দামে চা পাতা ক্রয় ও অস্বাস্থ্যকর পরিবেশে চা প্রক্রিয়াজাতকরণ করার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ফাবিহা টি কোম্পানীকে ২০ হাজার টাকা ও গ্রীন কেয়ার এগ্রো লিমিটেডকে ১৫ হাজার টাকা করে মোট ৩৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং তা তাৎক্ষণিক আদায় করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ চা বোর্ড, পঞ্চগড় কার্যালয়ের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ শামীম আল মামুন,তেঁতুলিয়া মডেল থানার পুলিশ ও শালবাহান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলামসহ স্থানীয়রা৷ 


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.