× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি

চট্টগ্রাম ব্যুরো

০১ আগস্ট ২০২২, ০৫:৩৩ এএম

বাংলাদেশ ছাত্রলীগের গুরুত্বপূর্ণ সাংগঠনিক ইউনিট চট্টগ্রাম উত্তর জেলার ৩১৬ সদস্যের বিশাল এক কমিটি ঘোষণা করেছে সংগঠনটির কেন্দ্রীয় দফতর। রোববার (৩১ জুলাই) রাত ১২টার দিকে কেন্দ্রীয় ছাত্রলীগের অফিসিয়াল ফেসবুক পেইজে এই কমিটি প্রকাশ করা হয়। বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এই কমিটির অনুমোদন দেন।

কমিটিতে সহ সভাপতি করা হয়েছে ৮৩ জনকে। এছাড়া ১১ জন যুগ্ম সাধারণ সম্পাদক, ১১জন সাংগঠনিক সম্পাদক ছাড়াও অন্যান্য পদে দায়িত্ব দেয়া হয়েছে আরও ১৮৬ জনকে। কমিটিতে সদস্য করা হয়েছে ২৩ জনকে।

উল্লেখ্য, ২০১৮ সালের ২৭ ফেব্রুয়ারী চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে অনুষ্ঠিত হয় চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সম্মেলন। তুমুল সংঘর্ষে সেই সম্মেলন পন্ড হলে ৩ মাস পরে একই বছরের ৫মে দুই সদস্যবিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় ছাত্রলীগ। এক বছরের জন্য অনুমোদন দেওয়া সেই আংশিক কমিটিতে সভাপতি পদে তানভীর হোসেন চৌধুরী তপু এবং সাধারণ সম্পাদক পদে ফটিকছড়ির রেজাউল করিমকে দায়িত্ব দেওয়া হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.