× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের মত বিনিময়

ঝালকাঠি প্রতিনিধি

০১ আগস্ট ২০২২, ০৫:৫১ এএম

ঝালকাঠির কাঠালিয়া উপজেলা নবাগত নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমানের সাথে কাঠালিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ  ১ আগষ্ট সোমবার দুপুরে নির্বাহী অফিসারের কার্যালয় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় পরস্পর পরিচয় ও কুশল বিনিময়, চা চক্র এবং ফুল দিয়ে বরন করা হয় নবাগত উপজেলা নির্বাহী অফিসারকে।


এ সময় সাংবাদিকরা কাঠালিয়ার বিভিন্ন উন্নয়ন অগ্রগতি ও নানা সমস্যার কথা তুলে ধরেন। মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান উজির সিকদার,  উপজেলা আইসিটি কর্মকর্তা অতনু কিশোর দাস মুন, পাটিখালঘাটা ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোঃ সাইফুল ইসলাম শাহীন।


সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি সিকদার মোঃ কাজল, সহ সভাপতি মোঃ ফারুক হোসেন খান, সাধারন সম্পাদক মোঃ মাসউদুল আলম, যুগ্ন সাধারন সম্পাদক মোঃ শহীদুল আলম, সাংগঠনিক সম্পাদক মোঃ মাইনুল হোসেন রিয়াজ, কোষাধ্যক্ষ মোঃ জাকির হোসেন, অধ্যাপক মাওলানা আব্দুল হালিম, মোঃ সরোয়ার হোসেন সিকদার, মাওলানা খাইরুল আমিন ছগির, সাংবাদিক ও ইউপি সদস্য এইচ এম নাসির উদ্দিন আকাশ, মোঃ মঞ্জুরুল কবির পারভেজ জোমাদ্দার, মোঃ মাছুম বিল্লাহ, মোঃ মাছুম বিল্লাহ জুয়েল, মোঃ সাকিবুজ্জামান সবুর, মোঃ জাহিদুল ইসলাম প্রমূখ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.