পশ্চিম সুন্দরবনের গভীরে বিষ দিয়ে মাছ শিকার করার সময় বনবিভাগ সাতক্ষীরা রেঞ্জের আওতায় বুড়িগোয়ালিনী ষ্টেশন কর্মকর্তাদের টহলরত অবস্থায় এক জেলে আটক।
আটককৃত জেলে হল উপজেলার মুন্সিগঞ্জ ইউপির মৌখালী গ্রামের আব্দুল খালেক শেখের ছেলে আবু সাঈদ। রবিবার দুপুরের পর সুন্দরবনের তের কাটির খাল নামক স্থান থেকে এক বোতল ব্যাবহারিত বিষ,একটি জাল ও একটি নৌকা সহ তাকে আটক করা হয়। এ সময় আরো দুইজন পালিয়ে যেতে সক্ষম হয়।
বনবিভাগ সাতক্ষীরারেঞ্জ কর্মকর্তা এ কে এম ইকবাল হোসেন চৌধুরী বলেন আটক জেলের বিরুদ্ধে বন আইনে মামলা করা হয়েছে।