× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রংপুরে বিএনপির গায়েবানা জানাজা অনুষ্ঠিত

রংপুর ব্যুরো

০১ আগস্ট ২০২২, ০৭:২৯ এএম

ভোলায় বিএনপি-পুলিশের সংঘর্ঘে নিহত স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিমের স্মরণে রংপুরে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ আগস্ট) বেলা পৌনে বারোটায় রংপুর নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয়ের সামনে কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গায়েবানা জানাজায় অংশ নেন দলের নেতাকর্মী ও সমর্থকরা।

এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু, সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন, জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব  আনিসুর রহমান লাকু, সাবেক সভাপতি এমদাদুল হক ভরসাসহ মহানগর ও জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা।

জানাজা শেষে প্রয়াত আব্দুর রহিমের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়।

প্রসঙ্গত, রোববার (৩১ জুলাই) ভোলায় পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে পুলিশের গুলিতে স্বেচ্ছাসেবক দলের  আব্দুর রহিম নামে একজন নিহত হন। এ সময় পুলিশসহ বিএনপির প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন বলে জানা গেছে। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.