ভোলায় বিএনপির কর্মী স্বেচ্ছাসেবক দলের আবদুল রহিমের নিহত ঘটনার প্রতিবাদে পটুয়াখালী জেলা বিএনপির উদ্যোগে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ আগস্ট) ১১.২০ মিঃ সময়ে কলেজ রোডস্থ বিএনপি অফিস কার্যালয়ের পশ্চিম পাশে মাঠে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা নামাজ পরিচালনা করেন ( ইমামতি) জেলা যুবদলের আইন বিষয়ক সম্পাদক অ্যাড. আ.ত.ম বদিউজ্জামান তাহের।
এ জানাজায় জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আব্দুর রশিদ চুন্নু মিয়া, সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি, সদস্য জিয়াউল হক ফারুক, মোঃ জাফর খান, মোঃ দেলোয়ার হোসেন খান নান্নু, মোঃ ফখর উদ্দিন খান, মোঃ মিজানুর রহমান, জেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম লিটন, পৌর বিএনপির সভাপতি মোঃ কামাল হোসেন, জেলা বিএনপির সদস্য এ্যাড. মুজিবুর রহমান টোটন, সাবেক জিএস আলমগীর হোসেন বাচ্চু, জেলা মৎস্য দলের সভাপতি সাবেক ভিপি শফিকুল ইসলাম শাহিন, সাধারন সম্পাদক শাহ আলম, জেলা শ্রমিক দলের সভাপতি জাহিদ হোসেন খান বাবু, সাধারন সম্পাদক মনির মাহবুব, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি গাজী আশফাকুর রহমান বিপ্লব, বিএনপি গোলাম রব্বানী, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মশিউর রহমান মিলন, সাধারন সম্পাদক এনায়েত হোসেন মোহন, জেলা তাঁতি দলের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম, জেলা ছাত্র দলের যুগ্ম সম্পাদক আল আমিন, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান সানিসহ অঙ্গ সংগঠন সমূহের বিপুল সংখ্যক নেতা, কর্মী ও সমর্থক।