× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চট্টগ্রামের কর্ণফুলীতে প্রায় সাড়ে ৩ কোটি টাকার আফিম জব্দ, গ্রেপ্তার ১

চট্টগ্রাম ব্যুরো

০১ আগস্ট ২০২২, ০৮:০৫ এএম

চট্টগ্রামের কর্ণফুলী এলাকায় প্রায় ৩ কোটি ৩৫লাখ টাকা মূল্যের আফিমসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। রোববার (৩১ জুলাই) গোপন তথ্যের ভিত্তিতে শিকলবাহা এলাকায় বিশেষ চেকপোস্ট স্থাপন করে একটি যাত্রীবাহী গাড়ি তল্লাশি করে কাকন মল্লিক (৩৬) নামে একজনকে ৩ কেজি ৩৫০ গ্রাম আফিমসহ আটক করা হয়।

সোমবার (১ আগস্ট) র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গ্রেপ্তার হওয়া যুবকের সাথে থাকা একটি প্লাস্টিকের বাজারের ব্যাগের ভেতর থেকে এ আফিম আফিম উদ্ধার করা হয়েছে। কাকন মল্লিক দীর্ঘদিন ধরে বান্দরবান জেলার থানচি এলাকা থেকে আফিম ও অন্যান্য মাদক ক্রয় করে পরে তা খুচরা বাজার দরে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল। তার বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.