× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ব্রাহ্মণবাড়িয়ায় ১০ দিন ব্যাপী বৃক্ষমেলা সমাপ্ত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

০১ আগস্ট ২০২২, ০৯:৫৮ এএম

“বৃক্ষপ্রাণে প্রকৃতি-প্রতিবেশ আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ” “শিক্ষায় বন প্রতিবেশ আধুনিক বাংলাদেশ” প্রতিপাদ্য বিষয়ের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে জেলা সদরের জাতীয় বীর আবদুল কুদ্দুস মাখন পৌর মুক্তমঞ্চে ১০ দিন ব্যাপী সারা জাগানো বৃক্ষমেলা-২০২২ সমাপ্ত হয়েছে।

গত ২৩ জুলাই দুপুরে প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য, বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রবিউল আলম মোহাম্মদ উবায়দুল মোকতাদির চৌধুরী মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

০১ আগস্ট সন্ধ্যা লগ্নে বৃক্ষমেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমিন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক সুশান্ত সাহা’র সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু হোরায়রাহ, বন বিভাগের রেঞ্জ অফিসার মোঃ শাহজাহান। ১০ দিন ব্যাপী মেলায় স্থাপিত সামাজিক বনায়ন বসতবাড়ি বনায়ন রেলপথ বনায়ন সড়ক ও জনপথ বনায়নের স্টল এবং ঔষধী ফলজ ও বনজ বৃক্ষ চারার মোট ২৪টি স্টল স্থাপিত হয়। প্রতিদিন সকাল হতে রাত ১১টা পর্যন্ত শত শত নারী পুরুষ শিশু বৃক্ষমেলা পরিদর্শন করে পছন্দের বৃক্ষ চারা কিনে নিয়ে যান। মেলায় এবার প্রায় ১৪ লক্ষ টাকার বৃক্ষচারা বিক্রি হয়েছে বলে জানান রেঞ্জ অফিসার মোঃ শাহজাহান।

সমাপনী অনুষ্ঠানে দি বরিশাল নার্সারী, তিতাস নার্সারী এবং বাংলাদেশ নার্সারীকে শ্রেষ্ঠ স্টল পুরস্কারের ক্রেস্ট দেয়া হয়। মেলা চলাকালে প্রতিদিন সন্ধায় স্থানীয় শিল্পিরা সংগীত পরিবেশন করেন। 


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.