নোয়াখালীতে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতার পুরস্কার তুলে দেয়া হয়েছে।
সোমবার (১ আগস্ট) দুপুরে জিলা স্কুল মিলনায়তনে ৪ বিষয়ে বিজয়ী ১২ জনকে এ পুরষ্কার তুলে দেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান।
এসময় তিনি বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা যারা গড়বে তারা আজকের বিজয়ী শিক্ষার্থীরা।তাদের প্রতি আমাদের শিক্ষকদেরকে লক্ষ্য রাখতে হবে। এ মেধা ধরে রাখতে হবে। বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা মেধাভিত্তিক শিক্ষা বিস্তারে অগ্রনী ভুমিকা পালন করে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ উপলক্ষ্যে জেলা পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষার্থীদের হাতে সনদ এবং ক্রেস্ট তুলে দেয়া হয়।