× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

যমুনার নতুন কমিটির সভাপতি সুপ্রিয়, সম্পাদক সালাম

০১ আগস্ট ২০২২, ২২:৫২ পিএম । আপডেটঃ ০২ আগস্ট ২০২২, ০২:২২ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) সিরাজগঞ্জ জেলার শিক্ষার্থীদের সংগঠন (যমুনা)-এর নতুন  কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান  বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী সুপ্রিয় কুমার দাসকে এবং সাধারণ সম্পাদক করা হয়েছে ভূগোল  বিভাগের শিক্ষার্থী মো আব্দুস সালামকে।

তারা দুজনেই বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী। গত সোমবার সংগঠনের সাবেক সভাপতি মোঃ সোহেল রানা রাসেল ও সাধারণ সম্পাদক   মো আব্দুলা মোন্নাফ এর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি প্রকাশ করা হয়।

সংগঠনের নব নির্বাচিত সভাপতি সুপ্রিয় কুমার দাস  বলেন, "আমাদের ওপর আস্থা রেখে সকলের মতামতের ভিত্তিতে  যে দায়িত্ব অর্পন করা হয়েছে আমি সর্বাত্মক ভাবে চেষ্টা করব শতভাগ নিষ্ঠা ও একাগ্রতার সাথে দায়িত্ব পালন করতে। আমি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করি।"

২০১০ সালে প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের  সিরাজগঞ্জ জেলার শিক্ষার্থীদের জন্য কাজ করে যাচ্ছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.