× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বৃষ্টির জন্য নামাজ, বিশেষ দোয়া

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি

০২ আগস্ট ২০২২, ০৩:৩৫ এএম

শ্রাবণের মাঝামাঝিতেও বৃষ্টি হচ্ছে না।  অনাবৃষ্টি ও দাবদাহ  সর্বত্র। টানা এ খরায়  বৃষ্টির জন্য হাহাকার পড়েছে। ফসলি জমি শুকিয়ে গেছে। ফলে আমন আবাদ ব্যাহত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে । 

এই অবস্থায় আল্লাহর রহমতের জন্য  পটুয়াখালীর রাঙ্গাবালীতে বৃষ্টি চেয়ে ইস্তিস্কার নামাজ ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়। মঙ্গলবার সকাল ৮ টার দিকে  উপজেলার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে  এই নামাজ আদায় করেন আলেম ওলামা ও সাধারণ মুসল্লিরা।

বিশেষ এ নামাজ এবং মোনাজাত পরিচালনা করেন মাওলানা সুলতানুর রহমান । বৃষ্টি চেয়ে সালাতুল ইস্তিসকার নামাজ আদায় ও বিশেষ মোনাজাত করেছেন তিন শতাধিক ধর্মপ্রাণ মানুষ।

নামাজে অংশ নেওয়া মুসল্লিরা জানান, প্রচণ্ড তাপদাহ ও অনাবৃষ্টির কারণে শুকিয়ে যাচ্ছে মাঠ-ঘাট কৃষি জমি। খরায় ফলস উৎপাদন নিয়ে দুশ্চিন্তায় কৃষক। গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে  মানুষ। 

মোনাজাত পরিচালনাকারী মাওলানা সুলতানুর রহমান জানান, তাপদাহ ও অনাবৃষ্টির এমন দুর্ভোগ থেকে মুক্তি পেতে  মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনসহ আনুগত্য প্রকাশে এই নামাজ আদায় করা হয়। 

উল্লেখ্য, চলতি মৌসুমে উপজেলার ছয়টি ইউনিয়নে  আমন আবাদ লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়েছে ২৮ হাজার ২৭৮ হেক্টর। 


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.