× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দোহারে বীর মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সনদ ও স্মার্ট কার্ড বিতরণ

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

০২ আগস্ট ২০২২, ০৬:০২ এএম । আপডেটঃ ০২ আগস্ট ২০২২, ০৬:০৩ এএম

ঢাকার দোহার উপজেলায় বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সনদ ও স্মার্টকার্ড বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা জয়পাড়া বাজারে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীর মুক্তিযোদ্ধা ও তাদের স্বজনদের হাতে সনদ ও স্মার্টকার্ড তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোবাশে^র আলম।

এসময় উপস্থিত ছিলেন যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. রজ্জব আলী মোল্লা, বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মোল্লা মো. বেলাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা ইউসুফ খালাসী, বীর মুক্তিযোদ্ধা ডা. জামাল উদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মনির আহমেদ মোল্লা প্রমুখ।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রেরিত ৫৫৩ জন বীর মুক্তিযোদ্ধাকে ডিজিটাল সনদ ও স্মার্টকার্ড দেয়া হয়। এ স্মার্টকার্ডের মাধ্যমে বীর মুক্তিযোদ্ধারা সব ধরনের সরকারি সুযোগ-সুবিধা ভোগ করতে পারবেন।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.