× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

টাঙ্গাইলে বাবাকে কুপিয়ে হত্যার পর মাইকে প্রচার, ছেলে গ্রেপ্তার

টাঙ্গাইল প্রতিনিধি

০২ আগস্ট ২০২২, ০৭:৩৩ এএম

টাঙ্গাইলের কালিহাতীতে মান‌সিক প্রতিব‌ন্ধি ছেলের হাতে বাবার মৃত‌্যু হয়েছে। পরে ছেলে রাত‌ভর বাবার লাশের পাশেই বসে ছিল। নিহত ওই ব‌্যক্তির নাম আলী আজগর (৬৫)।

পরে নিহতের ছেলে রাশেদ মিয়া (৩০) কে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করে থানা পুলিশ।

মঙ্গলবার (০২ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার পাঁচ চারান এলাকায় এ ঘটনাটি ঘটে।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান জানান, রাশেদ মানসিক ভারসাম‌্যহীন যুবক। রাতে হঠাৎ করেই কুড়াল দিয়ে তার বাবা আলী আজগরকে এলোপাথারি কুপিয়ে হত্যা করে।

পরে রাশেদ স্থানীয় একটি মসজিদে গিয়ে ইমামকে জানায় যে, সে তার বাবাকে হত্যা করেছে আপনি একটু মাইকে প্রচার করেন। এ সময় ইমাম স্থানীয়দের সহযোগিতায় রাশেদকে আটক করে পুলিশে খবর দেয়।

পরে সকালে পুলিশ গিয়ে আলী আজগরের মরদেহ উদ্ধার ও রাশেদকে গ্রেপ্তার করে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.