রংপুরের বীর মুক্তিযোদ্ধা, সরকারী কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নব-নিযুক্ত রংপুর বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম।
মঙ্গলবার (২আগস্ট) দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় উপস্থিত সকল নেতৃবৃন্দের সঙ্গে রংপুর বিভাগের নানা সমস্যা,সম্ভাবনা ও করনীয় নিয়ে আলোচনা করেন।
এ সময় রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, রংপুর রেঞ্জের ডিআইজি মোহাঃ আবদুল আলীম মাহমুদ, নব-নিযুক্ত পুলিশ কমিশনার নুরে আলম মিনা, জেলা প্রশাসক আসিব আহসান, রংপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, জেলা পরিষদ প্রশাসক অ্যাড. ছাফিয়া খানমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
নব-নিযুক্ত রংপুর বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম সকল শ্রেণি পেশার মানুষের সহযোগিতায় রংপুর বিভাগের উন্নয়নে তিনি কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।