× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

হরিণা ফেরিঘাটে বাস থেকে ১৫মণ বিষাক্ত জেলিযুক্ত চিংড়ি জব্দ

চাঁদপুর প্রতিনিধি

০২ আগস্ট ২০২২, ১০:২০ এএম

চাঁদপুর সদর উপজেলার হরিণা ফেরিঘাট এলাকা থেকে চট্টগ্রামগামী বাস থেকে ৬০০ কেজি (১৫ মণ) জেলিযুক্ত চিংড়ি জব্দ করেছে কোস্টগার্ড। মঙ্গলবার (২ আগষ্ট) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য নিশ্চিত করেন।


তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিনগত রাত আনুমানিক ২টার দিকে কোস্ট গার্ড চাঁদপুর স্টেশন কর্তৃক স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ান এর নেতৃত্বে চাঁদপুর সদর উপজেলার হানারচর ইউনিয়নের হরিণা ফেরিঘাট এলাকায়  বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে ফেরিঘাট এলকায় খুলনা থেকে চট্টগ্রামগামী একটি বাস তল্লাসি করে আনুমানিক ৬০০ কেজি (১৫ মণ) বিষাক্ত জেলি পুশকৃত চিংড়ি জব্দ করা হয়।
 
তিনি আরও বলেন, দুপুরে চাঁদপুর সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ তানজিমুল ইসলাম, সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান এবং স্টেশন কমান্ডার চাঁদপুর লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ান এর উপস্থিতিতে জব্দকৃত বিষাক্ত জেলি পুশকৃত চিংড়ি মাটিতে পুঁতে বিনিষ্ট করা হয়। এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.