দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় বিশেষ অভিযানে তিন মাসের সাজাপ্রাপ্ত আসামীসহ ৪ জন কে গ্রেফতার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ। গতকাল বুধবার (৩ জুলাই) এই বিশেষ অভিযান চালায় পুলিশ। অভিযানে পারিডিং মামলা ১/১৫ এর পলাতক আসামী ১)মো. আনারুল ইসলাম(৩৫), পিতা- মৃত আফতাব উদ্দিন, সাং- বড়মাগুরা কে রাত্রি আনুমানিক ১.৩০ ঘটিকায় তার নিজ বাড়ি হতে গ্রেফতার করেন।
অন্যদিকে না.শি. মামলা ৮৫৮/২০ এর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী ২)সুশান্ত কিস্কু(২৬), পিতা- ম্যানুয়াল কিসকু, সাং- করিমপুর, জি.আর ৭৭/২০ এর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী ৩)মো. আওয়াল হোসেন রেজা(৩৫), পিতা- মো. আব্দুল আজিজ, সাং- মোগরপাড়া এবং না.শি মামলা ১৮/২২ এর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী ৪)মো. আমিরুল ইসলাম(৩৭), পিতা- মৃত আব্দুর রহিম সাং- কপালদাড়া, সর্বথানা- নবাবগঞ্জ, দিনাজপুর কে তাদের নিজ নিজ বাড়ি হতে গ্রেফতার করেন।
থানা পুলিশ জানান, উপরে উল্লেখিত আসামীগণ কে আজ বৃহস্পতিবার (৪ জুলাই), প্রয়োজনীয় কাগজপত্রসহ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ কোর্টে প্রেরণ করা হয়েছে।