× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নোয়াখালীতে ৭ মাসে ৩০ ধর্ষণ, ৭ জনকে ধর্ষণের পর হত্যা

নোয়াখালী প্রতিনিধি

০৪ আগস্ট ২০২২, ০৫:৩৪ এএম

নারী অধিকার জোট নোয়াখালীর পরিসংখ্যান অনুযায়ী গত ৭ মাসে ধর্ষণের শিকার হয়েছেন ৩০ জন নারী। এর মধ্যে ধর্ষণ পরবর্তী হত্যার শিকার হয়েছেন সাত জন । বৃহস্পতিবার (৪ আগস্ট) বেলা ১১ টার দিকে নোয়াখালী প্রেসক্লাব মিলনায়তনে নোয়াখালীতে সাম্প্রতিক নারীর প্রতি সংঘটিত সহিংসতা ও নির্যাতন সংক্রান্ত নাগরিক প্রতিবেদনে এ তথ্য জানায় সংগঠনটি।

'নারীর প্রতি সহিংসতা রুখে দাও' এ স্লোগানে গত ৭ মাসে ঘটে যাওয়া নারীর নির্যাতনের চিত্র তুলে ধরেন নোয়াখালী নারী অধিকার জোটের আহ্বায়ক লায়লা পারভিন। লিখিত বক্তব্যে লায়লা পারভিন বলেন, চলতি বছরের জানুয়ারি মাস থেকে জুলাই পর্যন্ত জেলায় ৩০টি ধর্ষণ, ৭টি ধর্ষণের পর হত্যা, যৌতুকের জন্য নির্যাতন ৭টি, অপহরণ ৩ ও বিভিন্ন ঘটনায় ১২জন হত্যার শিকার হয়েছে।

এ সময়ে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জেলা নারী অধিকার জোটের সদস্য নাসিমা মুন্নি, এ্যডভোকেট কল্পনা রানী, মনোয়ারা বেগম মিনু, ফরজানা তিথি প্রমুখ। বক্তারা জেলায় সম্প্রতি ঘটে যাওয়া নারী নির্যাতনসহ সকল ধরনের সহিংসতার প্রতিবাদ জানিয়ে এসব ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে নির্যাতিতার সুবিচার প্রাপ্তির বিষয়টি নিশ্চিতের দাবি জানান। এসময় জেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দসহ মানবাধিকার কর্মীরা  উপস্থিত ছিলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.