সন্তানের কাপড় শুকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় মিমি আক্তার(২০) নামক একজন গৃহবধুর মৃত্যু হয়েছে। আজ সকাল ১১ ঘটিকায় উপজেলার মাহমুদপুর ইউনিয়নের পূর্ব ফতেপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মিমি আক্তার একই গ্রামের আব্দুর রহিমের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানান, আনুমানিক সকাল ১০ ঘটিকার দিকে নিহত মিমি আক্তার তার সন্তানের কাপড় শুকানোর উদ্দেশ্যে নিজ বাড়ির আঙ্গিনায় বৈদ্যুতিক তারের নিকটে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়দের সহযোগিতায় দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ।