× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ময়মনসিংহের তারাকান্দায় যুবলীগ নেতা দুলাল হত্যা মামলায় ১১ জনের যাবজ্জীবন

ময়মনসিংহ ব্যুরো

০৪ আগস্ট ২০২২, ০৭:১২ এএম

ময়মনসিংহের তারাকান্দা উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক রিয়াজ উদ্দিন দুলাল হত্যা মামলার রায়ে ১১ জনকে যাবজ্জীবন কারাদন্ডের পাশাপাশি একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদন্ডের আদেশ প্রদান করেছেন আদালত।

বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুরে ময়মনসিংহের দ্বিতীয় অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক সাবরিনা আলী আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

এই মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সঞ্জীব সরকার সঞ্জু রায় বিষয়টি নিশ্চিত করে মামলার বিষয়ে জানান , ২০১১ সালের ১৫ জুন রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রিয়াজ উদ্দিন দুলালকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ২১ জুন মারা যান তিনি।

এ ঘটনায় নিহতের ছোট ভাই মোফাজ্জল হোসেন বাদী হয়ে ১৮ জুন তারাকান্দা থানায় ১৩ জনকে আসামি করে মামলা করেন। ২০১২ সালের ২৯ জানুয়ারি এ মামলায় চার্জশিট প্রদান করেন মামলার দায়িত্বশীল কর্মকর্তা।

এই মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট সঞ্জীব সরকার সঞ্জু রায় এবং আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট এ এইচ এম খালেকুজ্জামান।


 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.