× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রসিকে মাতৃ ও নবজাতকর স্বাস্থ্য সম্পর্কিত প্যারামেডিকসের প্রশিক্ষণ

রংপুর ব্যুরো

০৪ আগস্ট ২০২২, ০৭:১৩ এএম

রংপুর সিটি কর্পোরেশনে (রসিক) মাতৃ ও নবজাতকের স্বাস্থ্য এবং রুটিন ইপিআই সম্পর্কিত প্যারামেডিকসের এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল নগর ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ প্রশিক্ষণের আয়োজন করে রসিকের স্বাস্থ্য বিভাগ। এতে সহযোগিতা করে  ইউনিসেফ।

প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজাররহমান মোস্তফা। রংপুর সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের প্রধান স্বাস্থ্যকর্মকর্তা ডাঃ মোঃ কামরুজ্জামান এবনে তাজের সভাপতিত্বে  বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুরের সিভিল সার্জন ডা. শামীম আহমেদ, ও রংপুর সদর ইউএইচ এন্ড এফপিও ডা. রবিশংকর মণ্ডল।

স্বাস্থ্য বিষয়ক প্যারামেডিকস প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক ছিলেন রংপুর মেডিকেল কলেজ (রমেক)  হাসপাতালের শিশু বিভাগের সহকারী অধ্যাপক ডা. মনিকা মজুমদার ও রংপুর মা ও শিশু কল্যাণ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মুহতারিমা বেগম। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিসেফ প্রতিনিধি ডা. তানভীর ও রসিকের স্বাস্থ্য বিভাগের প্রধান ও স্যানিটারী ইন্সপেক্টর মো. আব্দুল কাইয়ুম প্রমুখ। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.