× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গাইবান্ধার ফুলছড়িতে যুবদলের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

গাইবান্ধা প্রতিনিধি

০৪ আগস্ট ২০২২, ০৭:২০ এএম

ভোলায় জাতীয়তাবাদী জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম ও স্বেচ্ছাসেবক দলের সদস্য আঃ রহিম কে পুলিশ কর্তৃক গুলি করে হত্যার প্রতিবাদে ফুলছড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 


৪ আগষ্ট বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি ফুলছড়ি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে দলীয় কার্যালয়ে সমাপ্ত হয়।

এ সময় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, ফুলছড়ি উপজেলা বিএনপি'র সদস্য সচিব শহীদুল ইসলাম জয়, উপজেলা বিএনপি'র সাবেক সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কাশেম ভূঁইয়া,উপজেলা যুবদলের সদস্য সচিব ফারুক মিয়া, যুগ্ন সচিব আবু সাঈদ সরকার, যুগ্ন সচিব রবিন হাসান খাজা,ওমর ফারুক সরকার,রওশনুজ্জামান রিপন,মিঠু ভূইয়া ,এনামুল হক তিতাস,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলমাস হোসাইন, সদস্য সচিব আসিফ সাজ্জাদ ছোটন,উদাখালী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জাহিদুল ইসলাম, গজারিয়া ইউনিয়ন যুবদলের শামসুদ্দিন বাবলু,ফুলছড়ি ইউনিয়ন যুবদলের আহবায়ক মোসাদ্দেক হোসেন মক্কা,ফজলুপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম,কঞ্চিপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মফিজুল হক রনি প্রমূখ।

বক্তারা বলেন, 'সারাদেশে বিদ্যুতের ভয়াবহ লোডশেডিংসহ জনদুর্ভোগের বিষয়ে একটা সমাবেশের ওপর পুলিশ গুলি করে স্বেচ্ছাসেবক দলের সদস্য আঃ রহিমকে হত্যা করে । একই সাথে পুলিশের গুলিতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ভোলা জাতীয়তাবাদী জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম। এরসঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনতে হবে। জনসাধারণকে এরকম হত্যাকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হয়ে প্রতিবাদ জানানোর আহবান জানান বক্তারা।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.