× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সোনারগাঁয়ে দিঘী থেকে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

০৪ আগস্ট ২০২২, ০৭:৪৩ এএম

সোনারগাঁয়ের পৌর এলাকার খাসনগর দিঘি থেকে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করছে সোনারগাঁ থানা-পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে ঐতিহাসিক খাসনগর দিঘির উত্তর পাড়ের পাড় থেকে থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেলা মর্গে প্রেরণ করেন।
এলাকাবাসী জানান, বৃহস্পতিবার দুপুরে উপজেলার পৌরসভার খাসনগর দিঘিরপাড়ের  দিঘির উত্তরপাড়ে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
ওই যুবকের নাম গোলাম রাব্বানী। খাসনগর দিঘির উত্তর পাড়ে রতন মিয়ার বাড়ির ভাড়াটিয়া।
রাব্বানীর স্ত্রী আঁখি নুর জানান, তারা প্রায় তিন বছর ধরে রতন মিয়ার বাড়িতে ভাড়া থাকেন। তার স্বামী অনলাইন পোর্টাল মাতৃজগতের স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করেন।  
তিনি স্থানীয় কয়েকজনের সঙ্গে মাদক সেবন করতেন।
মঙ্গলবার রাতে পিয়াল নামে একজন তাকে ফোনে ডেকে নিয়ে যায়।  
তিনি জানান, পিয়াল ও তার আরও ৫ জন সহযোগী মিলে আমার স্বামীকে হত্যা করেছে।  
সোনারগাঁ থানার ওসি হাফিজুর রহমান জানান, খাসনগর দিঘিরপাড় এলাকার দিঘি থেকে এক যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জেলা মর্গে প্রেরণ করা হয়েছে। বিস্তারিত তদন্ত সাপেক্ষে বলা যাবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.