× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শ্যামনগরে সুন্দরবন ও সহ-ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

০৪ আগস্ট ২০২২, ০৯:১০ এএম

বৃহস্পতিবার সকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সুশীলন টাইগার পয়েন্টে সাতক্ষীরা সহ-ব্যবস্থাপনা কমিটির আয়োজনে সহ-ব্যবস্থাপনা বিষয়ক এক মতবিনিময় সভা, পরিবেশ বিষয়ক কুইজ ,পথ নাটক অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা সহ-ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাবেক চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএসএইড ইকো সিস্টেমের চিফ অফ পার্টি মিঃ জন ডর। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউএসএইড ইকো সিস্টেম ঢাকার কমিউনিকেশন স্পেশালিষ্ট ওবায়দুল ফাত্তাহ তানভির, ফিল্ড পরিচালক মোস্তফা ওমর শরীফ। 

সুন্দরবন ও সহ-ব্যবস্থাপনা বিষয়ে বক্তব্য রাখেন সিএনআরএসের ম্যানেজার স্বরণ কুমার চৌহান, সাতক্ষীরা সহ-ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি মাহাতাব উদ্দিন সরদার, শিক্ষক রনজিৎ কুমার বর্মন, সিএমসি, পিএফ, ভিসিএফ, সিপিজি,ভিটি আরটি সদস্যবৃন্দ প্রমুখ। 

অনুষ্ঠানে সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশ গ্রহণে জলবায়ু পরিবর্তন ও সুন্দরবন বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ এবং স্থানীয় নাট্য দলের অংশ গ্রহণে পথ নাটক ছোবল প্রদর্শন করা হয়।

বাঘ বন্ধু আবু ফরিদের পরিচালনায় সিএনআরএসের শ্যামনগরের কর্মকর্তা শহিদুল ইসলামের ব্যবস্থাপনায় অনুষ্ঠানে সহ-ব্যবস্থাপনা বিষয়ক বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়।




Sangbad Sarabela

সম্পাদক: আবদুল মজিদ

প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2023 Sangbad Sarabela All Rights Reserved.