× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গাইবান্ধায় চলন্ত বাসে ডাকাতি ও দলবদ্ধ ধর্ষণের প্রতিবাদে সমাবেশ

গাইবান্ধা প্রতিনিধি

০৪ আগস্ট ২০২২, ০৯:১২ এএম

চলন্ত বাসে ডাকাতি ও দলবদ্ধভাবে ধর্ষণের প্রতিবাদে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


 ৪ আগস্ট বৃহস্পতিবার  দুপুরে একটি বিক্ষোভ মিছিল গাইবান্ধা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।  

এরপর ১নং ট্রাফিক মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।

নারীমুক্তি কেন্দ্র গাইবান্ধা জেলা শাখার সভাপতি সুভাসিনী দেবীর সভাপতিত্বে, সমাবেশে বক্তব্য রাখেন,সংগঠনের সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন শিল্পী, রাহেলা সিদ্দিকা, কলি রানী, মাহমুদা প্রমুখ।

বক্তারা  বলেন, গত মঙ্গলবার ২ আগস্ট সন্ধ্যা ৭ টার দিকে  কুষ্টিয়া থেকে চট্টগ্রাম যাওয়ার পথে ঈগল পরিবহনের বাসে যমুনা সেতুর পশ্চিমপাড়ে সুসংগঠিত একটি ডাকাত দল যাত্রী বেশে গাড়িতে উঠে যাত্রীদের জিম্মি করে তাদের কাছ থেকে  টাকা পয়সা, মোবাইল ফোনসহ সাথে থাকা সব কিছু ছিনিয়ে নেয়। শেষে বাসে থাকা নারী যাত্রীদের ওপর পাশবিক নির্যাতন চালায় এবং ডাকাতদল এক যাত্রীকে ধর্ষণ করে। 
এভাবে সমাজের সর্বত্রই চলছে লুটপাটের সংস্কৃতি। কোথাও নিরাপত্তা নেই। অবিলম্বে সৃষ্ট ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিসহ নারী-শিশু নির্যাতন-ধর্ষণ-হত্যা-মাদক-জুয়ার বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার আহবান জানান তারা ।

Sangbad Sarabela

সম্পাদক: আবদুল মজিদ

প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2023 Sangbad Sarabela All Rights Reserved.