খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে অর্থ সহায়তা দিয়েছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (০৪ আগস্ট) দুপুরে উপজেলার কবাখালী ইউপির ৭ নম্বর ওয়ার্ডে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ আব্দুস সামাদ’কে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আরাফাতুল আলম ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমকর্তা (পিআইও) আব্দুস সালাম ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে সাড়ে সাত হাজার টাকা অর্থ সহায়তা তুলে দেন। এসময় তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মুহাম্মদ আরাফাতুল আলম জানান, ‘অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে জেলা প্রশাসকের নির্দেশ মতো অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।’