বাগেরহাটের মংলায় এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৭০ পিস ইয়াবা। ঘটনার সত্যতা নিশ্চিত করেছে মংলা থানা পুলিশ।
আটক যুবক বাদল মিয়া কিশোরগঞ্জের ভৈরব থানার নন্দিয়া গ্রামের বাসিন্দা বজলু মিয়ার ছেলে। সে ফকিরহাটের ঘন শ্যামপুর এলাকার মোহাম্মদ আলীর বাড়িতে ভাড়া থাকে।বৃহস্পতিবার (৪ আগষ্ট) সকালে ১০টার দিকে মোংলার দিগরাজ এলাকা থেকে তাকে আটক করা হয়।
মোংলা থানার উপ পরিদর্শক এস আই অমিত বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে দিগরাজ শিল্প এলাকার মৎস্য উন্নয়ন কর্পোরেশনের রাস্তার উপর থেকে বাদল মিয়াকে আটক করে মোংলা থানা পুলিশের একটা বিশেষ টিম। পরে তল্লাশি করে তার কাছ থেকে ৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।