× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বরিশালে রাতেই শেষ অধিকাংশ ফিলিং স্টেশনের তেল

বরিশাল ব্যুরো

০৬ আগস্ট ২০২২, ০২:২১ এএম

দেশে সবধরনের জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। শুক্রবার দিবাগত রাত ১২টার পর থেকে নতুন দামে বিক্রি হচ্ছে সবধরনের জ্বালানি তেল। এ খবর শুনেই বরিশাল নগরীসহ জেলার সব ফিলিং স্টেশনগুলোতে ছিলো বিভিন্ন পরিবহন ও মোটরসাইকেল চালকদের উপচে পড়া ভিড়।

খোঁজ নিয়ে জানা গেছে, রাতের মধ্যেই অধিকাংশ ফিলিং স্টেশনের তেল বিক্রি হয়ে গেছে। তবে অনেক ক্রেতারা অভিযোগ করেন, নগরীর বিভিন্ন ফিলিং স্টেশনের মালিকরা জ্বালানি তেল বৃদ্ধির খবর পেয়ে নামেমাত্র তেল দিয়ে সববিক্রি হয়ে গেছে বলে জানিয়েছেন। আবার কেউ অকটেন দিলেও পেট্রোল দিচ্ছেনা। তবে ফিলিং স্টেশনের মালিকরা বলছেন, হঠাৎ করে শুক্রবার রাতে মোটরসাইকেল আরোহীদের উপচে পড়া ভিড় সামাল দিতে তাদের চরম হিমশিম খেতে হয়েছে। এতে ভোক্তা কিছুটা সমস্যায় পরেছেন।

নগরীর সাগরদী ডোস্ট ফিলিং স্টেশনে শুক্রবার দিবাগত রাত সাড়ে এগারোটার দিকে তেল নিতে আসা নুরুজ্জামান সরদার বলেন, সরকারীভাবে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। তাই ফিলিং স্টেশনের মালিকরা আগের জমাকৃত তেল রাত ১২টার পর থেকে বেশি দামে বিক্রি করতে পারবেন বলে নানা তালবাহানা শুরু করেছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, জেলার বিভিন্ন এলাকায় অধিকাংশ ফিলিং স্টেশনে শুক্রবার রাত ১০টার পর থেকে ১০০ টাকার বেশি তেল দেওয়া হচ্ছেনা। আবার কিছু এলাকায় ফিলিং স্টেশনে তেল নেই জানিয়ে বন্ধ করে রাখার খবর পাওয়া গেছে।

উল্লেখ্য, বিশ্ববাজারের সাথে সমন্বয় রেখে দেশের বাজারে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। বাড়ানোর পর ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেল ১১৪ টাকা, কেরোসিন ১১৪ টাকা, অকটেন ১৩৫ টাকা এবং পেট্রোলের দাম ১৩০ টাকা নির্ধারণ করেছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।




Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.