× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গাজীপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১

০৬ আগস্ট ২০২২, ০৮:৫৮ এএম

গাজীপুর সদর উপজেলার বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নাহিদ (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।


শনিবার (৬ আগস্ট) দুপুর আড়াই টার দিকে সদর উপজেলার বানিয়ারচালা পালপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নাহিদ স্থানীয় মৃত আতাউর রহমান ছেলে।

স্থানীয়রা জানান, নাহিদ বানিয়ারচালা এলাকায় শোরুমের একটি দোকান রয়েছে। সেখান থেকে তার এক সহকর্মীকে এগিয়ে দিতে যান বাঘের বাজার টু ভবানীপুর আঞ্চলিক সড়কের পালপাড়া এলাকায়। ফেরার পথে বানিয়ারচালা এলাকা থেকে আসা বাঘের বাজার গামী চ্যাম্পিয়ান পরিবহনের  (গাজীপুর-জ-১১-০০৫৯) একটি মিনি বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় নাহিদের মাথায় গুরুতর আঘাত পায়। পরে স্থানীয়রা উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক নাহিদকে মৃত ঘোষণা করেন। 


বিষয়টি নিশ্চিত করেছেন জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) খুরশীদ আলম। তিনি জানান, নাহিদের লাশ উদ্ধার করে, বাসটিকে আটক করা হয়েছে। এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.