× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিদেশি টাকা দেখিয়ে মানুষের সাথে প্রতারণা, গ্রেপ্তার ৩

নোয়াখালী প্রতিনিধি

১৮ আগস্ট ২০২২, ০৩:২৩ এএম

নোয়াখালীতে বিদেশি টাকা দেখিয়ে মানুষের সাথে প্রতারণার সময় ৩ প্রতারককে গ্রেপ্তার করেছে বেগমগঞ্জ মডেল থানা পুলিশ। এসময় পেপারের বান্ডিলের উপর বিশেষ কায়দায় মোড়ানো অবস্থায় ৩ টি ১০০ টাকার সৌদি রিয়াল উদ্ধার করা হয়। 

বৃহস্পতিবার (১৮ আগস্ট)  সকালে আসামিদের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে গতকাল বুধবার (১৭ আগস্ট) রাতে উপজেলার একলাশপুর ইউনিয়নের টিভি সেন্টারের পার্শ্ববর্তী  স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা গোপালগঞ্জ জেলার মোকশেদপুর থানার নয়াদিঘীর পাড় গ্রামের মৃত ফজলুল হকের ছেলে  টুটুল( ৪৪), তরসিরামপুর গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে মো. ফারুক মিয়া (৪৮) ও সারাজান গ্রামের মো. সবুজ (২৮)

বেগমগঞ্জ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রতারক চক্রটি বিদেশি রিয়াল বেশি দামে বিক্রি হবে এই আশা দেখিয়ে মানুষের সাথে প্রতারণা করছে। তাদের বিরুদ্ধে আগেও বিভিন্ন থানায় প্রতারণার মামলা রয়েছে। আজ বৃহস্পতিবার (১৮ আগস্ট)  সকালে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.