× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভারত থেকে ২দিন আমদানি-রফতানি বন্ধ : স্বাভাবিক রয়েছে যাত্রী যাতায়াত

বেনাপোল প্রতিনিধি

১৮ আগস্ট ২০২২, ০৩:২৫ এএম । আপডেটঃ ১৮ আগস্ট ২০২২, ০৫:৪৮ এএম

জন্মাষ্টমী ও সাপ্তাহিক ছুটির কারণে বেনাপোল বন্দর দিয়ে ভারতের সঙ্গে আমদানি-রফতানি বাণিজ্য দুদিন বন্ধ রয়েছে। 

বৃহস্পতিবার (১৮ই আগস্ট) সকাল থেকে দেশের অন্যতম এ স্থলবন্দর দিয়ে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত স্বাভাবিক রয়েছে।

বেনাপোল বন্দরের উপপরিচালক আব্দুল জলিল জানান, জন্মাষ্টমীতে দিনভর বাণিজ্য বন্ধ রয়েছে। শুক্রবারও সাপ্তাহিক ছুটিতে আমদানি-রফতানি ও পণ্য খালাস বন্ধ থাকবে। শনিবার সকাল থেকে পুনরায় বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে। ছুটির মধ্যে যাতে বন্দরে কোনো ধরনের অনিয়ম না হয়, তার জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।

বেনাপোল আমদানি-রফতানি সমিতির সহ সভাপতি আমিনুল হক বলেন, প্রতিদিন ভারত থেকে প্রায় ৫০০ ট্রাক বিভিন্ন ধরনের পণ্য নিয়ে বেনাপোল বন্দরে ঢোকে। বেনাপোল বন্দর থেকেও ভারতে দেড় শতাধিক ট্রাকে বিভিন্ন পণ্য রফতানি হয়। দুদিন ছুটিতে আমদানি-রফতানি বন্ধ থাকায় ঢোকার অপেক্ষায় সহস্রাধিক পণ্যবাহী ট্রাক দু-পারের বন্দরে আটকা পড়েছে।

তিনি আরও জানান, আমদানি পণ্যের মধ্যে শিল্পকারখানার কাঁচামাল, গার্মেন্ট, তৈরি পোশাক, কেমিক্যাল ও খাদ্যদ্রব রয়েছে। আর রফতানি পণ্যের মধ্যে উল্লেখযোগ্য পাট ও পাটজাতীয় পণ্য, গার্মেন্টস ও বিভিন্ন প্রজাতির মাছ রয়েছে।


Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2023 Sangbad Sarabela All Rights Reserved.