× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

১৮ আগস্ট ২০২২, ০৭:১২ এএম

ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর এলাকায় সড়ক দূর্ঘটনায় ২ জন প্রাণ হারিয়েছে। এ ঘটনায় ৫ জন গুরুতর আহত হয়েছে।

১৮ আগস্ট বৃহস্পতিবার সকালে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের হামছায়াপুর এলাকায় যাত্রীবাহী বাস হানিফ এন্টারপ্রাইজের চাপায় এ দূর্ঘটনা ঘটে। 

জানা যায়, বগুড়া থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস হানিফ এন্টারপ্রাইজ (ঢাকা মেট্রো ব ১৪ ৪৭৫৩) ১৮ আগস্ট বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে প্রথমে চাপা দিয়ে পালিয়ে যাওয়ার সময় অপর একটি যাত্রিবাহী সিএনজিকে চাপা দেয়। এতে মোটরসাইকেলের দুই যাত্রী ও সিএনজির ৪ যাত্রী গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে নেওয়ার পথে অজ্ঞাত একজন মারা যায়। শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহতদের নিয়ে গেলে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। 

এ বিষয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ একেএম বানিউল আনাম জানান, সড়ক দূর্ঘটনায় শেরপুর হাসপাতালে একজন এবং বগুড়া শজিমেক হাসপাতালে আরেকজন মারা যায় । তবে তাদের পরিচয় পাওয়া যায়নি। বাসটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে।  


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.