কক্সবাজারের টেকনাফে থানা পুলিশ পরিত্যক্ত ঘরে অভিযান চালিয়ে ১ কেজি আইস ও ২০হাজার পিস ইয়াবাসহ মাদক তৎপরতায় জড়িত এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।
সুত্র জানায়, ১৮ আগষ্ট (বৃহস্পতিবার) ভোররাত পৌনে ৪টারদিকে টেকনাফ মডেল থানার হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির আইসি জায়েদ হাসান ও এএসআই মতিনের নেতৃত্বে পুলিশের একটি প্রতিনিধি দল গোপন সংবাদের ভিত্তিতে হোয়াইক্যং বালুখালী আমতলী ঘোনার জনৈক আব্দুস সালাম ড্রাইভারের পরিত্যক্ত ঘরে অভিযানে যায়। উক্ত ঘরে হোয়াইক্যং বিজিবি চেকপোস্ট সংলগ্ন এলাকার মৃত নুরুল ইসলামের পুত্র জামাল হোছন (২৭) কে ১ কেজি আইস ও ২০হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করে।
টেকনাফ মডেল থানার অফিসার্স ইনচার্জ মোঃ হাফিজুর রহমান জানান, এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত মাদকসহ আটক ব্যক্তিকে আদালতে প্রেরণ করা হয়েছে।