× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঝিনাইদহে জমি নিয়ে দুই ভাইয়ের সংঘর্ষে ১০ জন আহত

ঝিনাইদহ প্রতিনিধি

১৮ আগস্ট ২০২২, ০৮:২৮ এএম । আপডেটঃ ১৮ আগস্ট ২০২২, ০৮:৩০ এএম

ঝিনাইদহ সদর উপজেলার পদ্মাকর ইউনিয়নের কাশিপুর গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে দুই ভাইয়ের সংঘর্ষে একই পরিবারের অন্তত ১০ জন আহত হয়েছে। বুধবার রাত ১১ টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে রাশেদ হোসেন, রাসেল হোসেন, নুর ইসলাম, সোহরাব, দুলাল সহ ১০ জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, বেশ কিছুদিন ধরেই সদর উপজেলার কাশিমপুর গ্রামে পিতার জমিতে নতুন ঘর তৈরির চেষ্টা করছে রাশেদ হোসেন। আর তাতে বাধা দেয় বড় ভাই রাসেল হোসেন। এনিয়ে দুই ভাইয়ের পরিবারের মধ্যে দ্বন্দ চলছিল। এরই জেরে রাতে কথাকাটাকাটির এক পর্যায়ে উভয় পরিবারের সদস্যরা দেশীয় ধারালো অস্ত্র নিয়ে মারামারিতে লিপ্ত হয়। সেসময় তাদের মধ্যে অন্তত ১২ জন আহত হয়। পরে আহতদের মধ্যে ১০ জনকে চিকিৎসার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে আনা হয়।

ঝিনাইদহ সদর থানার ওসি মোহাম্মদ সোহেল রানা জানান, পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। তবে এ ঘটনায় এখনও কেউ আটক হয়নি। তাদের পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দিলে পরবর্তি আইনগত ব্যবস্থা নেওয়া হবে।            

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.