× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

লক্ষ্মীপুরে শপথ গ্রহণের পূর্বেই ইউপি চেয়ারম্যান এর মৃত্যু

লক্ষ্মীপুর প্রতিনিধি

১৪ জানুয়ারি ২০২২, ১৬:২১ পিএম

লক্ষ্মীপুর সদর উপজেলার দিঘলী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ইসমাইল হোসেন (৬২) মারা গেছেন।শুক্রবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ৭ টার দিকে লক্ষ্মীপুর আধুনিক হাসপাতালে (প্রাঃ) তার মৃত্যু হয়েছে।   গেজেট প্রকাশ না হওয়ায় তার শপথ গ্রহণ করা হয়নি।২৬ ডিসেম্বর চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে তিনি চেয়ারম্যান নির্বাচিত হন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইসমাইল দিঘলী ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ছিলেন৷ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় গত ১৬ ডিসেম্বর তাকে দল থেকে বহিস্কার করা হয়।

ইসমাইলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে দিঘলী ইউনিয়ন পরিষদের সচিব আবদুল কাদের বলেন, ইসমাইল স্ট্রোক করলে তাকে হাসপাতালে নেয়া হয়৷ সেখানেই তিনি মারা যান। তার পরিবারে স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। তার মৃত্যুর খবরে এলাকায়  তার কর্মী সমর্থকদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.