× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পটুয়াখালী পৌরসভাকে ভারতের অ্যাম্বুলেন্স উপহার

পটুয়াখালী প্রতিনিধি

১৫ জানুয়ারি ২০২২, ০৬:৩৪ এএম

পটুয়াখালী পৌরসভাকে একটি অত্যাধুনিক লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহার দিয়েছেন ভারত সরকার। বিকেল তিন টার দিকে পটুয়াখালী পৌরভবন মিলনায়তনে ভারতীয় সহকারী হাইকমিশনার শ্রী রাজেশ কুমার রায়ানা পটুয়াখালী পৌরমেয়র মোঃ মহিউদ্দিন আহমেদের কাছে অ্যাম্বুলেন্সটির চাবি হস্তান্তর করেন।  

এসময় শ্রী রাজেশ কুমার রায়ানা বলেন, ভারত ও বাংলাদেশ এক মায়ের দুই সন্তানের মতো। আমরা যে অ্যাম্বুলেন্সেটি দিচ্ছি তাতে অত্যাধুনিক জীবন রক্ষাকারী যন্ত্রপাতি রয়েছে। করোনা কালীন সময়ে এটি রোগীদের জরুরী সেবা ও ট্রমা লাইফ সাপোর্ট প্রদানে সাহায্য করবে এটি।  

 এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মোঃ হুমায়ূন কবির,  অতিথি পুলিশ সুপার ( কলাপাড়া সার্কেল)  মোহাম্মদ আলী, জেলা আওয়ামিলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক ভিপি আবদুল মন্নান, সদর উপজেলার চেয়ারম্যান গোলাম সরোয়ার, পটুয়াখালী প্রেসক্লাবের (ভারপ্রাপ্ত) সভাপতি জালাল আহমেদ, সাবেক সভাপতি স্বপন ব্যানার্জি ও  সাধারণ সম্পাদক মুজাহিদ প্রিন্স।

২০২১ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরে এসে ১১৯ টি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স উপহার দেয়ার কথা বলেছিলেন। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.