নুরুল ইসলাম ফারুকী হত্যার বিচার দাবিতে স্মরণ সভা করেছে আহলে সুন্নাত যুব পরিষদ। তারা বলেন, ইসলাম ধর্মের অপব্যাখ্যাকারী ও জঙ্গিবাদের উস্কানিদাতাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ায় শহীদ নুরুল ইসলাম ফারুকীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়।
শনিবার (২৭ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত ইসলামী চিন্তাবিদ ও মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা নুরুল ইসলাম ফারুকী দিবস উপলক্ষে এক স্মরণ সভায় উপস্থিত বক্তারা এসব কথা বলেন।
নুরুল ইসলাম ফারুকী হত্যার বিচার দাবি করে যুব পরিষদের সভাপতি ফিরোজ আলম খোকন বলেন, ইসলাম ধর্ম তথা কুরআন হাদিসের অপব্যাখ্যা করে যারা ইসলামে বিভেদ সৃষ্টি করছে, সাধারণ মানুষদের বিভ্রান্ত করে জঙ্গিবাদের দিকে উস্কে দিচ্ছে, শহীদ নুরুল ইসলাম ফারুকী সর্বদা তাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। তিনি বলিষ্ঠ কণ্ঠে তাদের প্রতিবাদ করতেন এবং জঙ্গিবাদের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে কাজ করতেন।
দেশের গণমাধ্যমে ইসলামী অনুষ্ঠানে জঙ্গিবাদের মুখোশ উন্মোচন করায় উগ্রবাদী গোষ্ঠি তার কণ্ঠ চিরতরে স্তব্দ করে দিতে পরিকল্পিতভাবে তাকে হত্যা করে বলে দাবি করেন বক্তারা।
বক্তারা আরও বলেন, আট বছর পেরিয়ে গেলেও এখনও এই নির্মম হত্যাকাণ্ডের বিচার হয়নি, যা একই সঙ্গে দুঃখজনক ও গভীর উদ্বেগের বিষয়। তাই আইন ও বিচার ব্যবস্থার প্রতি জনগণের আস্থা সমুন্নত রাখার স্বার্থে, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তপূর্বক এই নির্মম হত্যাকাণ্ডের বিচার দ্রুত শেষ করতে সরকারের প্রতি জোর দাবি জানান।