× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নীলফামারীতে আধুনিক সার্কিট হাউজ ভবনের উদ্বোধন

নীলফামারী প্রতিনিধি

১৫ জানুয়ারি ২০২২, ১০:৩৫ এএম । আপডেটঃ ১৫ জানুয়ারি ২০২২, ১০:৪৬ এএম

নীলফামারী সার্কিট হাউজের সৌন্দর্য বর্ধন, ডিজিটাল কক্ষ ব্যবস্থাপনা ও কনফারেন্স কক্ষ আধুনিকায়ন, প্রধান ফটকের আনুষ্ঠানিভাবে উদ্বোধন করা হয়েছে। সন্ধ্যায় জেলা সার্কিট হাউজ চত্বরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এটির উদ্বোধন করেন জনপ্রশাসন মন্ত্রণালরে সিনিয়র সচিব কে এম আল আজম।


উদ্ধোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উদ্যোগ ও বাস্তবায়নে এবং বিদায়ী জেলা প্রশাসক (যুগ্নসচিব) হাফিজুর রহমান চৌধুরী।   গণপূর্ত বিভাগের সার্বিক তত্ত্বাবধানে নির্মাণ কাজ সম্পন্ন করতে ব্যয় হয়েছে ৪ কোটি ৬ লাখ ৯৫ হাজার টাকা ।

উদ্বোধনকালে নীলফামারীর নবাগত জেলা প্রশাসক (উপসচিব) খন্দকার ইয়াসির আরেফীন, বিদায়ী জেলা প্রশাসক (যুগ্নসচিব) হাফিজুর রহমান চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আব্দুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজহারুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইফুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, ৬ উপজেলার নির্বাহী কর্মকর্তা, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী তৌহিদুজ্জমান শাহীনসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। । 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.