× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মানিকছড়িতে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

খাগড়াছড়ি প্রতিনিধি

০১ সেপ্টেম্বর ২০২২, ০৪:১৪ এএম

মানিকছড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলটির ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। ১৯৭৮ সালের পয়লা সেপ্টেম্বর প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশী জাতীয়তাবাদী দল গঠন করেন।  পরবর্তীতে  দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া দলের দায়িত্ব নেন। 

১ সেপ্টেম্বর সকাল ১০ টায়  উপজেলায় দলিয় কার্যালয় জাতীয় পতাকা, দলিয় পতাকা, উত্তোলন করা হয়। স্বাধীনতা, সার্বভেীমত্ব রক্ষার প্রতীক এশিয়ার সর্ববৃগহৎ রাজনৈতিক সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ বার্ষিকী উপলক্ষে  মানিকছড়ি উপজেলা বিএনপির কার্যালয় বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা  উপস্থিত হতে থাকে। বিশাল জনসাধারণের উপস্থিতে  শহীদ জিয়াউর রহমানে কবরে শান্তি কামনায় দোয়া৷ বেগম খালেদাজিয়ার সুস্থ্যতায় জন্য দোয় করেন। 

পরবর্তীতে আলোচনা সভা সঞ্চালনা করেন উপজেলা যুবদল সভাপতি মোশাররফ হোসেন মেম্বার, সভাপতিত্ব করেন মানিকছড়ি উপজেলা বিএনপির আহবায়ক মোঃ এনামুল হক এনাম, 

আরো উপস্থিত ছিলেন, আরব আলী চেয়ারম্যান, আবুল কাশেম মাষ্টার, আবুল কাশেম চেয়ারম্যান,এনামুল হক এনাম মেম্বার, মোঃ বাহার মিয়া, মীর হোসেন, ডাঃ আলমাছ মিয়া,যুবদল সাধারণ সম্পাদক, মহিউদ্দিন কিশোর, জাহাঙ্গীর হোসেন, প্রমুখ। 

বক্তারা বলেন, এইসরকার সাধারণ মানুষকে মানুষ মনে করে না। পুলিশ বাহিনী দিয়ে গুলি করে হত্যা করে, আর ছাত্রলীগনেতাকর্মীদিয়ে বিএনপির কর্মীদের হাত-পা ভাঙ্গে। এই সরকারের পতনে সকল নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদগড়ে তুলতে হবে। এখন থেকে আগাত হলে পাল্টা আগাত হবে বলে হুশিয়া দেন। উপজেলা বিএনপির আহবায়ক এনামুল হক এনাম।।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.