× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পর্যটক সেজে ইয়াবা নিতে এসে কক্সবাজারে ৪ মাদক ব্যবসায়ী আটক

কক্সবাজার প্রতিনিধি

০২ সেপ্টেম্বর ২০২২, ০২:২৪ এএম

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কক্সবাজার শহরের  হোটেল জোনে অভিযান চালিয়ে ৪ মাদক কারবারিকে আটক করেছে ডিবি পুলিশ।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) রাত ৮ টার দিকে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সাইফুল আলম এর নেতৃত্বে ডিবি পুলিশের একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করেন। আভিযানিক টিম কক্সবাজার শহরের হোটেল মোটেল জোন এলাকার স্বপ্ন বিলাস নামক হোটেলের ৬০৩ নং রুমে অভিযান চালিয়ে ১০ হাজার পিচ ইয়াবাসহ চার মাদক কারবারিকে আটক করে। তারা হলো-গাজিপুর জয়দেবপুর উপজেলার আমুনা এলাকার ইসমাইল হোসেন (৪০), পিতা-  ছাইদুল ইসলাম, ফারজানা আক্তার (৩২), স্বামী-ইসমাইল হোসেন, হোসনে আরা (৬০), স্বামী- মৃত হোসেন আলী, সাবিনা আক্তার (২৫),স্বামী-সোলেমান। আটককৃতরা সবাই সম্পর্কে স্বামী-স্ত্রী, শ্বাশুড়ি ও শ্যালিকা।

উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ত্রিশ লক্ষ টাকা। এ ঘটনায় মামলা মামলা দায়ের করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে অভিযানে নেতৃত্বদানকারী জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সাইফুল আলম জানান, পর্যটক হিসেবে হোটেলে অবস্থান করা নারী-পুরুষের একটি পরিবার সংঘবদ্ধভাবে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে ঢাকার দিকে রওনা দিবে এরকম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে স্বপ্ন বিলাস নামক হোটেলে অভিযান চালিয়ে স্বামী-স্ত্রী, শ্বাশুড়ি-শ্যালিকাসহ চার মাদক কারবারি কে আটক করেছি। এসময় মহিলা পুলিশসহ তাদের ব্যাগ ও দেহ তল্লাশি করে দশ হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে। এরকম অনেক ইয়াবা কারবারি বিভিন্ন পন্থায় কক্সবাজার-টেকনাফ থেকে মাদক পাচার করতেছে তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.