× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পত্রিকায় খবর প্রকাশের পর নদী ভাঙ্গন পরিদর্শন

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

০২ সেপ্টেম্বর ২০২২, ০৭:০১ এএম

সংবাদ সারাবেলা সহ বিভিন্ন পত্রিকায় হলহলি নদীর পানির তীব্র স্রোতে ব্যাপক ভাঙ্গনে ৭টি বসতবাড়ি ও কৃষি জমি নদীর গর্ভে বিলীন হওয়ার খবর প্রকাশের পর রৌমারী উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম রাসেল ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেছেন। দুপুরের দিকে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের চর টাপুরচর মুকতলা গ্রামে এ পরিদর্শন করেন। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদা আকতার স্মৃতি (ভার:), ভাইস চেয়ারম্যান মোজাফ্ফর হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজিজুর রহমান ও সাংবাদিকবৃন্দ। পরিদর্শনের সময় ক্ষতিগ্রস্ত ১৫টি পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করেন। 

উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম রাসেল বলেন, এই এলাকাটি নদী ভাঙ্গনের হাত থেকে রক্ষা করা জরুরি। যারা বাস্তহারা হয়েছেন তাদের জন্য ঢেউটিন ও কিছু নগদ অর্থ দেয়া হবে। তাছাড়া জিও ব্যাগ ও বাঁশের বান্ডেল দিয়ে ভাঙ্গন রোধ করতে হবে। এজন্য প্রয়োজনী ব্যবস্থা নিবো এবং এ কাজে সবাইকে এগিয়ে আসতে হবে#

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.