× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নাচোলে ক্ষেত খাওয়াকে কেন্দ্র করে মহিলাকে মারধরের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

০২ সেপ্টেম্বর ২০২২, ০৭:১৭ এএম

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে  ধানের ক্ষেত খাওয়াকে কেন্দ্র করে এক মহিলাকে মারধরের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। অভিযুক্ত শিক্ষক হচ্ছে হাটবাকই‌ল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আতাউর রহমান।

অভিযোগে জানা গেছে, উপজেলার নেজামপুর ইউনিয়নের গোসাইপুর গ্রামের আনিসুর রহমানের স্ত্রী মোসাঃ রিপা বিবি'র ছাগল গত বুধবার দুপুরে প্রধান শিক্ষক আতাউরের ধানক্ষেতে ধান খায়।এরই জেরে আতাউর ছাগলটিকে খোঁয়াড়ে দেন। তাতে ঐ প্রধান শিক্ষক খ্যান্ত না হয়ে  পরের দিন সকাল ৮টার দিকে রিপার বাড়ির সামনে আসিয়া অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। ভুক্তভোগী তার প্রতিবাদ করলে বিবাদীর হাতে থাকা বাঁশের লাঠি দিয়ে সারা শরীরে এলোপাথাড়ি মারপিট ও জখম করে এবং প্রাণনাশের হুমকিও দেন।
পরে নাচোল স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে গতকাল বৃহস্পতিবার রিপা বিবি আইনের প্রতি শ্রদ্ধাশীল রেখে  ন্যায় বিচারের আশায় নাচোল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বলে রিপা বিবি জানান।

এব্যাপারে প্রধান শিক্ষক আতাউর এর সাথে যোগাযোগ করলে তিনি জানান,আমি তাকে কোন ধরনের মারপিট করিনি। বিষয়টি সম্পূর্ণ মিথ্যা। আমাকেই সে উল্টো গালিগালাজ ও দেখে নেওয়ার হুমকি দিয়েছে।

এ বিষয়ে নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান জানান, অভিযোগ পেয়েছি। সঠিক তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.