খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বন্যাঢ্য শোভাযাত্রা ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
২ সেপ্টেম্বর রামগড় দলীয় অস্থায়ী কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রামগড় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম ভূঁইয়া।
সভায় সভাপতিত্ব করেন, রামগড় পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র জনাব মোজাম্মেল হোসেন চৌধুরী।
উক্ত সভায় বক্তব্য রাখেন- পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি মোতাহের হোসেন মিলন, উপজেলা বিএনপির সহ সভাপতি মজিবুল হক মজু, রামগড় সদর ইউনিয়ন বিএনপি নেতা বাবু চাইলা মার্মা, উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও জেলা যুব দলের সহ সভাপতি শাহজাহান ভূঁইয়া, উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক সাবেক সাধারণ সম্পাদক শাহআলম, উপজেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম, পৌর যুবদল নেতা নুরুল আলম ও পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক আবদুর রহিম বিশাল।
সভায় বক্তারা বর্তমান সরকারের দমন নিপীড়নের সমালোচনা করে হুশিয়ারি দেন ও যেকোনো ধরণের পরিস্থিতির জন্য সরকারকে দায়ী করেন এবং আগামীতে আন্দোলন সংগ্রামে রাজপথে থেকে প্রতিহত করার প্রত্যয় ব্যক্ত করেন।