× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মিল্লাত উচ্চ বিদ্যালয়ের আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

০৪ সেপ্টেম্বর ২০২২, ০৩:২৪ এএম

পুরান ঢাকার ঐতিহ্যবাহী মিল্লাত উচ্চ বিদ্যালয়ের আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষার্থীদের প্লাটফর্ম ‘দ্যা গ্রেটেস্ট মিল্লাত’ এর সহযোগিতায় গতকাল শনিবার সকালে বাংলাদেশ মাঠে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

টুর্নামেন্টের ফাইনাল খেলায় ৫-১ গোলে ১০ম শ্রেণী জয়লাভ করে টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়। রানার্সআপ হয় ৮ম শ্রেণীর খ শাখা। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে ট্রফি সহ বিভিন্ন পুরস্কার দেওয়া হয়।

এর আগে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গাজী বখতীয়ার হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন।

এ সময় তিনি বলেন, আমরা অনুভব করি পড়াশোনার পাশাপাশি মেধা বিকাশে খেলাধুলার প্রয়োজনীতা অনেক। তাই ছাত্র-ছাত্রীদের ক্রীড়া ও সংস্কৃতিতে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য 'মিল্লাত উচ্চ বিদ্যালয়' এক অনন্য নাম। আপনার সন্তানকে খেলাধুলায় উৎসাহ দিবেন। তাদেরকে বিদ্যালয়ে পাঠান, আমরা আপনার সন্তানকে একজন যোগ্য সন্তান হিসেবে গড়ে তুলতে পারবো বলে আশা করি।

পুরো আয়োজনে প্রতিষ্ঠানটির সাবেক শিক্ষার্থীদের প্লাটফর্ম দ্যা গ্রেটেস্ট মিল্লাত পাশে থাকায় ''দ্যা গ্রেটেস্ট মিল্লাত''-কে বিদ্যালয়ের পক্ষ থেকে ধন্যবাদ জানান তিনি।

টুর্নামেন্টের আয়োজনে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের দিবা শাখার সহ:প্রধান শিক্ষক উত্তম কুমার কর্মকার, প্রভাতি শাখার সহ:প্রধান শিক্ষক মো. হাবিবুল্লাহ জাবেদ, শিক্ষক মো. আবদুল হান্নান, মনিতাজ বেগম, মাহমুদা ইয়াসমিন, হামিদুর রহমান, মোক্তারুজ্জামান, মো. কামাল হোসেন, জাহিদা জিনাত, ফারহানা আফরোজ সুরভী, আফরোজা আম্বিয়া, হামিদুল ইসলাম, আরাফাতুল ইষরাম শাওন সহ প্রাক্তণ শিক্ষার্থী দ্যা গ্রেটেস্ট মিল্লাত এর সমন্বয়কারী ও প্রধান উপদেষ্ঠা মোহা. হাবিবুল ইসলাম সুমন, আহবায়ক-সোহেল রানা বাবু, সদস্য সচিব ফয়সাল হোসেন, রাব্বি রহমান রনো প্রমুখ।



Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.