× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

লালমোহনে ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

লালমোহন (ভোলা) প্রতিনিধি

০৪ সেপ্টেম্বর ২০২২, ১৫:০৯ পিএম

হুমায়ুন কবির (৪০) নামে ৩ বছরের এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে ভোলার লালমোহন থানা পুলিশ। শনিবার (০৩ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইমিগ্রেশন পুলিশের সহায়তায় লালমোহন থানা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে। হুমায়ুন কবির উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হাছানুজ্জামানের ছেলে।

এব্যাপারে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, হুমায়ুন কবির একাধিক বিয়ে করেছেন। হুমায়ুনের প্রথম স্ত্রী ২০১৭ সালে ভোলা কোর্টে একটি যৌতুক মামলা করেন। ওই মামলায় ২০২০ সালে তার বিরুদ্ধে
 ৩ বছর কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ৩ মাস কারাদণ্ডের ঘোষণা করেন বিচারক। সে ওমানে থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে শনিবার রাতে দেশে আসার খবর পেয়ে হুমায়ুনকে বিমান বন্দর থেকে গ্রেফতার করতে সক্ষম হই। এরপর লালমোহন থানায় এনে রোববার  দুপুরের দিকে তাকে ভোলা কারাগারে পাঠানো হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক: আবদুল মজিদ

প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । sangbadsarabela26@gmail.com, বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2023 Sangbad Sarabela All Rights Reserved.